এবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলো ইসি

- আপডেট সময় ০৯:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে বড় ধরনের পরিবর্তন! নির্বাচন কমিশন ঘোষণা করেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন।
তিনি জানান, আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
সচিব আখতার আহমেদ জানান, এই সিদ্ধান্তের গেজেট নোটিফিকেশন ইতোমধ্যে জারি করা হয়েছে। এটি বিজি প্রেস থেকে সংগ্রহ করা যাবে।
সাংবাদিকরা যখন এই স্থগিতের কারণ জানতে চান, তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আমরা এই পদক্ষেপ নিয়েছি। তবে বিস্তারিত কিছু বলা থেকে তিনি বিরত থাকেন।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন উঠেছে। আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ কী হবে?
এটি দলের লাখো সমর্থক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে অনেকেই নানা ধরণের কথা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ অস্থিরতার আশঙ্কাও প্রকাশ করছেন।