ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

গাজায় ইসরায়েলি আগ্রাসন; একদিনে ৩৯ জনসহ নিহত ৫২ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯৪ জন।

এই নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৫২ হাজার ৮৬০ ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সোমবার গাজায় নির্বিচারে বোমাবর্ষণ চালিয়েছে। উপত্যকার বিভিন্ন স্থানে চালানো এই হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৯ জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা টানা বোমা হামলার কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

দীর্ঘ ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপ এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের আহ্বানে গত ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল।

এরপর প্রায় দুই মাস গাজায় শান্তি বজায় ছিল। তবে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল আবারও গাজায় বিমান হামলা শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, ইসরায়েলের এই অব্যাহত বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ গুরুত্বপূর্ণ অবকাঠামো ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

গাজায় চালানো এই আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও, ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে, যা গাজার বেসামরিক নাগরিকদের জন্য এক চরম মানবিক বিপর্যয় ডেকে এনেছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি আগ্রাসন; একদিনে ৩৯ জনসহ নিহত ৫২ হাজার ছাড়াল

আপডেট সময় ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯৪ জন।

এই নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৫২ হাজার ৮৬০ ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সোমবার গাজায় নির্বিচারে বোমাবর্ষণ চালিয়েছে। উপত্যকার বিভিন্ন স্থানে চালানো এই হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৯ জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা টানা বোমা হামলার কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

দীর্ঘ ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপ এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের আহ্বানে গত ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল।

এরপর প্রায় দুই মাস গাজায় শান্তি বজায় ছিল। তবে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল আবারও গাজায় বিমান হামলা শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, ইসরায়েলের এই অব্যাহত বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ গুরুত্বপূর্ণ অবকাঠামো ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

গাজায় চালানো এই আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও, ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে, যা গাজার বেসামরিক নাগরিকদের জন্য এক চরম মানবিক বিপর্যয় ডেকে এনেছে।