সালমানকে নিয়ে বদনাম, জবাব দিলেন রাশমিকা ও সালমান নিজেই

- আপডেট সময় ০৪:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। ছবিটির প্রচারণার সময় সালমানের কাজ নিয়ে বিভিন্ন ধরনের বদনাম শোনা যায়—দেরিতে আসা, কাজকে হালকা ভাবে নেওয়া, রগচটা হওয়ার মতো অভিযোগ। এবার এসব অভিযোগের বিষয়ে মুখ খুললেন সালমান ও তার সহশিল্পী রাশমিকা।
‘সিকান্দার’ ছবির প্রচারণার সময় সালমান বলেছেন, “আমি সেটে দেরিতে পৌঁছাই, কাজকে হাল্কাভাবে নিই—এ ধরনের অনেক কাহিনি আমার নামে শোনা যায়। কিন্তু যদি আমি সময়ের ব্যাপারে শৃঙ্খল না হতাম, তাহলে ১০০টির বেশি ছবি কীভাবে করতে পারতাম?”
সালমান তার দৈনন্দিন রুটিনও তুলে ধরেন, যা তার শৃঙ্খলাবোধের প্রমাণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “অনেকে সকাল ৬টায় কাজ শুরু করে, কিন্তু আমি সাধারণত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সেটে পৌঁছাই।
কারণ আমার আরও অনেক দায়িত্ব থাকে—কাগজপত্রে স্বাক্ষর করা, ফোন করা, জিমে গিয়ে ওয়ার্কআউট করা। এসব কাজের পর বাড়িতে ফিরে কিছুটা বিশ্রাম নিই, তারপর কফি খাই এবং ছবির দৃশ্যগুলো বোঝার চেষ্টা করি।”
তিনি আরও বলেন, “সেট আসার পর আমি পুরোপুরি কাজে ডুবে যাই। আমি ভ্যানিটি ভ্যানে কম সময় কাটাই, সেটে বেশি সময় থাকি। আমার কাজের পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু এর মধ্যে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে, যা বাইরে থেকে কেউ দেখতে পায় না।”
সালমান জানান, একজন লেখকের ছেলে হওয়ার কারণে তিনি দৃশ্য এবং ছবির ভাবনাকে গভীরভাবে বুঝতে পারেন, যা তার অভিনয়ে প্রাণ যোগ করে।
এদিকে, রাশমিকা মন্দানা সালমানের শৃঙ্খলা এবং পরিশ্রম নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “সালমানের সঙ্গে কাজ শুরু করার আগে অনেক গুজব শুনেছিলাম, কিন্তু আমি গুজবের ওপর নয়, অভিজ্ঞতার ওপর বিশ্বাসী।
তিনি প্রতিদিন সময়মতো সেটে উপস্থিত হতেন। যেসব কথা শোনা যেত, তা সত্যি থেকে অনেক দূরে ছিল।”