০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

চুরি করা টাকায় স্ত্রীকে তালাক দেওয়ার চেষ্টা, অতঃপর…

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের হাকিমপুরে এক দিনমজুর চুরি করা টাকা দিয়ে স্ত্রীকে মোহরানার টাকা পরিশোধ করে তালাক দেওয়ার চেষ্টা করছিলেন। তবে স্থানীয়দের সন্দেহে ফাঁস হয়ে যায় চুরির ঘটনা, যা শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলার মংলা বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক দু’সপ্তাহ আগে জুমার নামাজ পড়তে গেলে তাঁর দোকানে চুরি হয়। চোরেরা সেখান থেকে ৭ লাখ টাকা নিয়ে যায়। ঘটনার পর তিনি হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরই মধ্যে স্থানীয় যুবক জহুরুল হঠাৎ করে অন্তঃসত্ত্বা স্ত্রী মিনারা বেগমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। পেশায় দিনমজুর হওয়া সত্ত্বেও মোহরানার আড়াই লাখ টাকা নগদ পরিশোধের কথা জানান তিনি।

গত শুক্রবার স্থানীয় বাসিন্দা ও শ্বশুরবাড়ির লোকজন এক বৈঠকে তালাক চূড়ান্ত করার সময় মিনারা কাপড়-আসবাব গোছানোর সময় ঘরের এক কোণে মোটা অঙ্কের টাকা লুকিয়ে থাকতে দেখেন।

এ নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা জহুরুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি স্বীকার করেন, ওই টাকা চুরি করা।

প্রতিবেশী তাছির উদ্দিন বাপ্পি জানান, চুরির পর থেকেই জহুরুলের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। পেশায় দিনমজুর হয়েও মোহরানার টাকা শোধ করে তালাক দেওয়ার খবরে অনেকেই সন্দেহ প্রকাশ করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, সন্দেহ হওয়ায় তিনি জহুরুলের বাড়িতে যান এবং দেখেন, স্থানীয়রা তাঁকে ধরে রেখেছে। জহুরুল তখন চুরির কথা স্বীকার করেন।

ঘটনার পর ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের করা মামলায় জহুরুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক অন্য দুইজন হলেন সাতকুড়ি গ্রামের শাহাজুল (৩২) ও নওদাপাড়ার তাইজুল (৩৫)।

হাকিমপুর থানার ওসি সুজন মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। জহুরুলের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চুরি করা টাকায় স্ত্রীকে তালাক দেওয়ার চেষ্টা, অতঃপর…

আপডেট সময় ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের হাকিমপুরে এক দিনমজুর চুরি করা টাকা দিয়ে স্ত্রীকে মোহরানার টাকা পরিশোধ করে তালাক দেওয়ার চেষ্টা করছিলেন। তবে স্থানীয়দের সন্দেহে ফাঁস হয়ে যায় চুরির ঘটনা, যা শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলার মংলা বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক দু’সপ্তাহ আগে জুমার নামাজ পড়তে গেলে তাঁর দোকানে চুরি হয়। চোরেরা সেখান থেকে ৭ লাখ টাকা নিয়ে যায়। ঘটনার পর তিনি হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরই মধ্যে স্থানীয় যুবক জহুরুল হঠাৎ করে অন্তঃসত্ত্বা স্ত্রী মিনারা বেগমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। পেশায় দিনমজুর হওয়া সত্ত্বেও মোহরানার আড়াই লাখ টাকা নগদ পরিশোধের কথা জানান তিনি।

গত শুক্রবার স্থানীয় বাসিন্দা ও শ্বশুরবাড়ির লোকজন এক বৈঠকে তালাক চূড়ান্ত করার সময় মিনারা কাপড়-আসবাব গোছানোর সময় ঘরের এক কোণে মোটা অঙ্কের টাকা লুকিয়ে থাকতে দেখেন।

এ নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা জহুরুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি স্বীকার করেন, ওই টাকা চুরি করা।

প্রতিবেশী তাছির উদ্দিন বাপ্পি জানান, চুরির পর থেকেই জহুরুলের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। পেশায় দিনমজুর হয়েও মোহরানার টাকা শোধ করে তালাক দেওয়ার খবরে অনেকেই সন্দেহ প্রকাশ করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, সন্দেহ হওয়ায় তিনি জহুরুলের বাড়িতে যান এবং দেখেন, স্থানীয়রা তাঁকে ধরে রেখেছে। জহুরুল তখন চুরির কথা স্বীকার করেন।

ঘটনার পর ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের করা মামলায় জহুরুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক অন্য দুইজন হলেন সাতকুড়ি গ্রামের শাহাজুল (৩২) ও নওদাপাড়ার তাইজুল (৩৫)।

হাকিমপুর থানার ওসি সুজন মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। জহুরুলের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।