হাজীগঞ্জে সিগারেট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

- আপডেট সময় ০২:৪৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হাজীগঞ্জ পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ বিকেলে রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রি কলেজ মাঠে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১০টার দিকে রান্ধুনীমুড়ার পশ্চিম ও পূর্ব পাড়ার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মাইকে ঘোষণা দিয়ে এবং টর্চলাইট জ্বালিয়ে এই সংঘর্ষ রাত ১২টা পর্যন্ত চলে। প্রাথমিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত দল পরিস্থিতি শান্ত করে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’