কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ২৮২ বার পড়া হয়েছে
ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে এবং এই হামলায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছে।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কাশ্মীরের পহেলগামের বৈসারনে পর্যটকদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে কমপক্ষে ২৬ জন নিহত হন, যার মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত ও একজন নেপালের নাগরিক ছিলেন।
ট্যাগস :