মেট গালায় শাহরুখ পরেছিলেন ৩০ কোটির ঘড়ি

- আপডেট সময় ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
বলিউড তারকা শাহরুখ খান মঙ্গলবার (৬ মে) প্রথমবারের মতো অংশ নেন মেট গালার আয়োজনে। তারকাদের পোশাক ও সাজ সবসময় নজর কারে ফ্যাশন দুনিয়ার, এবারের মেট গালায় শাহরুখের ঘড়ি কারো নজর এড়ায়নি। এদিকে আগে অনেকবারই নিজের ঘড়ি প্রীতির কথা বলেছেন শাহরুখ।
শাহরুখ জানিয়েছেন, জন্মদিনে ঘড়ি উপহার পেতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। এবার জানা গেল, মেট গালার জন্যও বিশেষ একটি ঘড়ি বেছে নিয়েছিলেন এই অভিনেতা। যার দাম শুনলে যে কারো চমকে ওঠার কথা। সুইস ব্র্যাণ্ডের একটি ঘড়ি পরেছিলেন বলিউড বাদশা।
শাহরুখ খানের হাতের এই সুইস ব্র্যান্ডের ঘড়িটির দাম ২ দশমিক ৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম বা প্রায় ৩০ কোটি টাকা!
কেবল ঘড়ি নয়, এদিন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কাড়েন শাহরুখ। তার পরনে ছিল সিল্কের শার্ট, প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট।
এছাড়াও শাহরুখের গলায় হীরা, পান্না ও সোনার গয়না সবার নজর কাড়ে। সাথে ছিল হীরাখচিত ইংরেজি ‘K’ অক্ষরের লকেট। হাতের কোন কোন আঙ্গুলে একটি আবার দুটি আংটি দেখা গেছে। ঘড়ি, কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ। সব মিলিয়ে ঝলমলে রাজকীয়তায় মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।
শাহরুখ বলেন, আমার সন্তানেরা মেট গালা ঘিরে দারুণ রোমাঞ্চিত ছিল।
সব্যসাচী যখন আমন্ত্রণ জানালেন, ওরা খুব খুশি হয়। আমি নিজে থেকে আসতাম কি না, জানি না। তবে এটাই হয়তো আমার প্রথম ও শেষ মেট গালা।
শাহরুখ ছাড়াও এ বছর মেট গালায় প্রথমবার অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হতে চলা কিয়ারা কালো গাউন পরে বেবি বাম্পসহ লালগালিচায় উপস্থিত হয়ে নজর কাড়েন।