বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের

- আপডেট সময় ১১:০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
আদালত পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন বৃহস্পতিবার (১৫ মে) এ আদেশ দেন।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস তালুকদার আদালতে হাজির হয়ে এজাহারনামীয় ৯ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
এরপর মামলার নথি পর্যালোচনা করে আদালত পলাতক আসামি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবসহ অন্যান্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
কলাপাড়া বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট মামলা করা হয়।
মামলার বাকি আসামিরা হলেন উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলার সাবেক চেয়ারম্যান মোতালেব তালুকদার, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার, মো. শাহ আলম ও মো. কাওসার পারভেজ।