ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

লিওনেল মেসি দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি দলের অধিনায়ককে নিয়েই ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন।

৩৭ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি মার্চ মাসের বাছাই পর্বের ম্যাচগুলোতে চোটের কারণে দলের বাইরে ছিল। তবে তার অনুপস্থিতি খুব একটা ভোগায়নি আর্জেন্টিনাকে।

মেসিকে ছাড়াই উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে আগাম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্কালোনির দল।

চলতি বছরের ৫ জুন চিলির মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ১০ জুন বুয়েনস আইরেসে স্বাগতিক হিসেবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এরপর ১৪ জুন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মেসি।

১৪ জুন মায়ামিতে ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে তার ক্লাব ইন্টার মায়ামি।

এদিকে, কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।

তবে দলে থাকলেও প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস। তিনজনই রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়।

চোটের কারণে দলে নেই ফরোয়ার্ড পাওলো দিবালা ও ডিফেন্ডার গনসালো মন্তিয়েল। এছাড়া মারকোস আকুনিয়া ও জার্মান পেজ্জেলাকেও বাদ দিয়েছেন কোচ স্কালোনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি

আপডেট সময় ০১:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

লিওনেল মেসি দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি দলের অধিনায়ককে নিয়েই ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন।

৩৭ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি মার্চ মাসের বাছাই পর্বের ম্যাচগুলোতে চোটের কারণে দলের বাইরে ছিল। তবে তার অনুপস্থিতি খুব একটা ভোগায়নি আর্জেন্টিনাকে।

মেসিকে ছাড়াই উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে আগাম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্কালোনির দল।

চলতি বছরের ৫ জুন চিলির মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ১০ জুন বুয়েনস আইরেসে স্বাগতিক হিসেবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এরপর ১৪ জুন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মেসি।

১৪ জুন মায়ামিতে ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে তার ক্লাব ইন্টার মায়ামি।

এদিকে, কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।

তবে দলে থাকলেও প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস। তিনজনই রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়।

চোটের কারণে দলে নেই ফরোয়ার্ড পাওলো দিবালা ও ডিফেন্ডার গনসালো মন্তিয়েল। এছাড়া মারকোস আকুনিয়া ও জার্মান পেজ্জেলাকেও বাদ দিয়েছেন কোচ স্কালোনি।