ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের মাঠ থেকে লুট হওয়া পুলিশের শটগান উদ্ধার

- আপডেট সময় ১১:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়ীয়ার মাঝিরঘাট থানারপাড় এলাকায় একটি বিদ্যালয় মাঠের বালু থেকে লুট হওয়া পুলিশের একটি শটগান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে তিনটার দিকে শটগানটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়া জানায়, বিকেলে বেতবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠের কোনায় বালু টিবির ওপরে একটি শটগানটি পড়ে ছিল। এ সময় স্থানীয়রা এটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। শটগানটির গায়ে বাংলাদেশ পুলিশ (বিপি) লেখা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, শটগানটি আমাদের থানার না। দেশের অন্য কোনো থানা বা অন্য কোনো স্থান থেকে লুট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। শটগানটি বালুর ভেতরে লুকিয়ে রাখার পর বৃষ্টির পানিতে বালু সরে গিয়ে বালুর ওপর ভেসে পড়ে বলেও ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, শটগানটি ঢাকায় পুলিশের হেডকোয়ার্টারে পাঠানো হবে। এটি নিয়ে আমাদের তদন্ত চলমান। যেখান থেকে শটগানটি লুট হয়েছিল, সেখানেই ফেরত দেওয়া হবে।